বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারের মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগান পরীক্ষা ভালোভাবেই পাশ করে টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট সাকিব আল হাসানদের। ইংলিশ পরীক্ষায় ফেল করে তারা। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ উড়তে থাকা নিউজিল্যান্ড। তবে ম্যাচ শুরুর আগে, টাইগারদের নিয়ে ব্ল্যাকক্যাপসদের কোচ গ্যারি স্টিড মন্তব্য করেন, বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখেন না তিনি।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, “বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়, যে ছয়-সাতটি দল বিশ্বকাপের দাবিদার সেখানে বাংলাদেশ নেই।”
নিউজিল্যান্ডকে স্পিন দিয়ে কাবু করতে চাইবে বাংলাদেশ। কিন্তু সেই অস্ত্রেই বাংলাদেশকে চমকে দিতে পারে নিউজিল্যান্ডও। ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থাকা রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনারের স্পিন টাইগারদের ভালোই পরীক্ষ নিতে পারে। তবে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলেও উল্লেখ করেছেন স্টিড। কিউই কোচ বলেন, “অবশ্যই, ম্যাচ দুটি (বাংলাদেশ ও আফগানিস্তান) সহজ হবে না। তবে এ দুই দল সম্ভবত সেই ছয়-সাত দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপের জয়ের দাবিদার বলতে পারে। আমরাও অহংবোধ ছেঁটে ফেলে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী খেলতে চাই।”
সেমিফাইনালে জায়গা পেতে হলে ৬টি ম্যাচ জিততে হবে নিউজিল্যান্ডকে। সে লক্ষ্যেই বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি জিততে চায় তারা। তাহলে শেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেলেও সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের।