আইসিসির বিচারে ২০২২ সালের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান তরুণ পেসার মার্কো ইয়ানসেন। বুধবার (২৫ জানুয়ারি) ইয়ানসেনকে এই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বর্ষসেরা যুব ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় পেসার আর্শদীপ সিং, নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন ও আফগান ব্যাটার ইবরাহিম জাদরানকে পিছনে ফেলেছেন।
২০২১ সালের বক্সিং ডে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ইয়ানসেনের। গতবছর ৮টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং এক টি–টোয়েন্টিতে মাঠে নেমেছেন তিনি।
এ সময়ে ওয়ানডে ফরম্যাটেই সবচেয়ে বেশি নিজের জাত চিনিয়েছেন ইয়ানসেন। তিনি এ সময়ে ১৯.০২ গড়ে নিয়েছেন ৩৬ উইকেট।
টেস্ট ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে ওভাল টেস্টে ৩৫ রানে পাঁচ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এছাড়া ওই টেস্টের প্রথম ইনিংসে আট নম্বরে নেমে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছেন তিনি।
মেয়েদের বিভাগে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতের পেসার রেনুকা সিং।। গতবছর ওয়ানডেতে ১৪.৮৮ গড়ে ১৮টি এবং ২৩.৯৫ গড়ে ২২ উইকেট শিকার করেছেন এই ভারতীয় যুবা ক্রিকেটার।
ওদিকে মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা উদীয়মানের স্বীকৃতি পেয়েছেন ভারতের পেসার রেনুকা সিং। ২০২২ সালে ওয়ানডেতে ১৪.৮৮ গড়ে ১৮টি এবং ২৩.৯৫ গড়ে ২২ উইকেট নেন রেনুকা।