• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

আইয়ার-অশ্বিনে স্বপ্নভঙ্গ বাংলাদেশের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ১১:৩৩ এএম
আইয়ার-অশ্বিনে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

মিরপুরে চতুর্থ ইনিংসে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মামুলি এই পুঁজি নিয়েও জয়ের আশা জেগেছিল টাইগার শিবিরে। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত।

শনিবার (২৪ ডিসেম্বর) ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারত। চতুর্থ দিনের শুরুতেই দ্রুত ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। মিরাজের ঘূর্ণিতে একপর্যায়ে ভারত ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে।

এর আগে দিনের শুরুটা করেন সাকিব আল হাসান। আগের দিনের নাইট ওয়াচম্যান জয়দেব উনাদকাটকে (১৩) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন বাংলাদেশের অধিনায়ক। এরপর দ্রুতই অক্ষর প্যাটেল (৩৪) ও ঋষভ পন্তকে (৯) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে জয়ের আশা জাগান মিরাজ।

তবে অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৭১* রান তুলে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেন অশ্বিন ও আইয়ার। অশ্বিন ৪২* রানে ও আইয়ার ২৯* রানে অপরাজিত ছিলেন।

এই ইনিংসে ৬৩ রানে ৫ উইকেট নেন মিরাজ। এ ছাড়া সাকিব নেন ২ উইকেট।

এই জয়ে ২ টেস্টের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। এর আগে চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানের জয় পেয়েছিল ভারত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২২৭ ও ২৩১।
ভারত : ৩১৪ ও ১৪৫/৭।

ম্যান অব দ্য ম্যাচ : রবিচন্দ্রন অশ্বিন।

ম্যান অব দ্য সিরিজ : চেতেশ্বর পুজারা।

Link copied!