• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

মেসিবিহীন ম্যাচে সুয়ারেজের নৈপুণ্যে জিতল ইন্টার মায়ামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৪:০৮ পিএম
মেসিবিহীন ম্যাচে সুয়ারেজের নৈপুণ্যে জিতল ইন্টার মায়ামি
গোল করার পর লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

হাউস্টন ডায়নামোর বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছিলেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। এতে অবশ্য সমস্যা হয়নি। লুইস সুয়ারেজ একাই সামলে নিয়েছেন দলকে। সতীর্থদের দিয়ে ৩ গোল করানোর পর নিজেও পেয়েছেন জালের দেখা। জিতিয়েছেন দলকে।

সোমবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) হাউস্টন ডায়নামোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়লাভ করেছে ইন্টার মায়ামি। লিগে এটাই ক্লাবটির প্রথম জয়। আগের ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ড্র করেছিল তারা।  

শেল এনার্জি স্টেডিয়ামে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি মায়ামি। ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেসের সহায়তায় প্রথম গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। ৩৭তম মিনিটে সতীর্থ তাদেও আলেন্দেকে দিয়ে গোল করান সুয়ারেস। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি অ্যাসিস্ট করেন উরুগুইয়ান এই তারকা। প্রথম গোল করা তেলাসকোই করেন গোলটি।  

বিরতির পর ৭৯ মিনিটে সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন সুয়ারেজ নিজে। এতে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮৫ মিনিটে হাউস্টনের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন নিকোলাস লোদেইরো।

Link copied!