• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশের স্বপ্ন ভেঙে ভারতের শিরোপা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০১:২৩ পিএম
বাংলাদেশের স্বপ্ন ভেঙে ভারতের শিরোপা

ইমার্জিং এশিয়া কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে বাংলাদেশের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে ৩১ রানে জয় তুলে নিয়েছে ভারতের ‍‍`এ‍‍` দল।

মং ককে টস জিতে ভারতের নারীরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে তারা।

ভারতের ইনিংসের মাত্র ২৮ রানেই প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। অধিনায়ক ও ওপেনার শ্বেতা শেরওয়াতকে বিদায় করেন নাহিদা আক্তার। দ্বিতীয় উইকেট জুটিতে ইউ ছেত্রী ও দিনেশ ভিরিন্ডা জুটি দাঁড় করানোর চেষ্টা করেন। তবে দলীয় ৪৩ রানে ভাঙে সে জুটি। ছেত্রী ব্যক্তিগত ২২ রানে ফেরেন।

ভিরিন্ডা এরপর জুটি বাধেন গোঙ্গাদি ভি ত্রিশাকে সাথে নিয়ে। ৩৭ রান তোলে এই জুটি। দলীয় ৭০ রানে গোঙ্গাদি ভি ত্রিশা প্যাভিলিয়নে ফেরত যান। দলীয় ৯১ রানে ভিরিন্ডা দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন।

বাংলাদেশের বোলাররা এরপর দাপট দেখায়। ৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিলে বিপদেই পড়ে ভারত। এই বিপদ আর তারা কাটিয়ে উঠতে পারেনি। মাত্র ১২৭ রানেই থেমে যায় তাদের ইনিংস।  

১২৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ভারতের শ্রেয়াঙ্কা পাতিল ও মান্নাত কাশ্যপের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

ইনিংসের সর্বোচ্চ রান আসে নাহিদার ব্যাট থেকে। তিনি ১৭ রানে অপরাজিত ছিলেন। ১৬ রান করেন সোবহানা মোস্তারি। ১৩ রান আসে সাথী রানির ব্যাটে। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ইনিংসের চার বল বাকি থাকতে সানজিদা আক্তার মেঘলা আউট হলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৯৬ রানে অলআউট হলে স্বপ্নও ভাঙে বাংলাদেশের।

Link copied!