• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ভারতীয় নারী ক্রিকেট দল এখন সিলেটে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৪:২৯ পিএম
ভারতীয় নারী ক্রিকেট দল এখন সিলেটে
মঙ্গলবার সিলেট পৌঁছেছেন ভারতের নারী দল। ছবিটি বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওযার আগে তোলা। ছবি: সংগৃহীত

চার বছর আগের অর্থাৎ ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ভারত দল। এবারের বিশ্বকাপ বসতে যাচ্ছে বাংলাদেশে। এদেশের আবহাওয়া- পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দলটি স্বাগতিক দলের সঙ্গে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। যাতে তারা বিশ্বকাপে ভালো করতে পারে।  

২৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য মঙ্গলবারই সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেটাররা।

হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ।

রোববার সিরিজ ওপেনারের পর বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ এপ্রিল এবং ২, ৬ ও ৯ মে।

ভারতীয় দল এর আগে গত বছর তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশে। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীতের একটি আউটকে কেন্দ্র করে সেইবার বিতর্ক সৃষ্টি হয়েছিল।  

বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল কিন্তু মিরপুরে তৃতীয় ওয়ানডেতে নাটকীয় টাইয়ের সাথে ওডিআই সিরিজ ড্র ​​করেছিল, যার পরে হারমনপ্রীতের আক্রোশ দেখা দেয়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জোতি (সি), নাহিদা আক্তার (ভিসি), মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম ত্রিসনা, শোরিফা খাতুন, দিলারা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি

ভারত দল: হরমনপ্রীত কৌর (সি), স্মৃতি মান্ধানা (ভিসি), শেফালি ভার্মা, দয়ালান হেমলতা, সজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, আমানজোট কৌর, শ্রেয়াঙ্কা পাটিল, সাইকা ইসহাক, আশা শোভনা, রেণুকা সিং ঠাকুর, তিতাস সাধু

Link copied!