• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

কর্মীদের বোনাসের টাকা উপহার দিয়েছেন গার্দিওলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০১:১৫ পিএম
কর্মীদের বোনাসের টাকা উপহার দিয়েছেন গার্দিওলা

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির জন্য আশীর্বাদস্বরূপ। দলকে জিতিয়েছেন এই মৌসুমের ট্রেবল। শুধু কি তাই! ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ দল হিসেবে তারা দেখা পেয়েছে ট্রেবলের। একের পর এক শিরোপা জয়ে দলের সদস্যরা বোনাসও পেয়েছেন। তবে দলের কোচ প্রিমিয়ার লিগ জেতার জন্য তার ছয় অঙ্কের বোনাস উপহার দিয়েছেন কর্মীদের।

অর্থের সঠিক পরিমাণটি গোপন রাখা হয়েছে কিন্তু ক্লাবের কিছু সিনিয়র তারকা তাদের চুক্তিতে ৭,৫০,০০০ ইউরো পর্যন্ত বোনাস পান এবং গার্দিওলা সম্ভবত সেই সংখ্যার কাছাকাছি বোনাস পান। গার্দিওলা সবসময় সিটির সাম্প্রতিক জয়গুলোতে সব কর্মীদের অবদানকে গুরুত্বপূর্ণ মনে করেন এবং এ কারণে উল্লেখযোগ্য সংখ্যক কর্মীকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বোনাস প্রাপ্তদের মধ্যে রিসিপশনিস্ট এবং নিরাপত্তা কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে যারা এই মৌসুমে ঐতিহাসিক সাফল্যে ভূমিকা রেখেছেন। শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ট্রেবল নিশ্চিত করতে পেরেছে সিটি।

দলের ম্যানেজার গার্দিওলা সিটির উদযাপনের কেন্দ্রবিন্দু। এমনকি, কর্মীদের মধ্যে একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তার উদারতার সর্বশেষ সংযোজন বোনাস দেওয়া। ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে অবস্থানরত প্রশাসনিক কাজে কর্মরত কর্মীরা প্রতিটি ট্রফি জয়ের পর অল্প বোনাস পান। এটা গার্দিওলার বিশাল পদক্ষেপ যার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।

Link copied!