• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

অকল্যান্ড ক্লাসিকে দারুণ জয় গফের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৬:১২ পিএম
অকল্যান্ড ক্লাসিকে দারুণ জয় গফের
ব্রেন্দার বিপক্ষে রিটার্ন শট নিচ্ছেন কোকো গফ। ছবি:

খ্যাতিমান সব টেনিস তারকারাই এখন ব্যস্ত রয়েছেন বছরের প্রথম গ্রান্ড স্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের শেষ প্রস্তুতি নিয়ে। বিশ্বের তিন নম্বর নারী তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ অস্ট্রেলিয়ান টুর্নামেন্টটির প্রস্তুতি আসর অকল্যান্ড ক্লাসিকের এক ম্যাচে দারুণ জয় নিয়ে শেষআটে উঠেছেন।  

বৃহস্পতিবার উঠতি চেক তারকা ব্রেন্দা ফ্রুহভিরতোভাকে সরাসরি ৬-৩ ও ৬-০ সেটে পরাজিত করেন। শুরুতে কিছু সমস্যায় পরলেও গতবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ১৯ বছর বয়সী গফ ঠিকই নিজেকে অপ্রতিরোধ্য প্রমাণ করেন। ১৬ বছর বয়সী ব্রেন্দা প্রথম রাউন্ডে বিশ্বের ৪৮ নম্বর অ্যানা ব্লিঙ্কোভাকে পরাজিত করেন মাত্র ৭০ মিনিটের লড়াইয়ে। কিন্তু গফের সামনে তিনি টিকতে পারলেন না। 

মার্কিন তারকা গফ শেষআটে খেলবেন অষ্টম বাছাই ও বিশ্বের ৪২ নম্বর খেলোয়াড় ভারভারা গ্র্যাচেভার বিরুদ্ধে।

সপ্তম বাছাই ক্রোয়েশিয়ার পেত্রা মাত্রিক অপর এক ম্যাচে চীনের ইউ ইউয়ানকে সরাসরি ৬-২ ও ৬-২ সেটে হারিয়েছেন। তিনি শেষআটে খেলবেন দুই নম্বর বাছাই এলিনা সিতোলিনা ও এমা রাদুকানুর মধ্যকার ম্যাচের বিজয়ীর সাথে।

সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাদুকানু গত আট মাস ধরে চোটের কারণে সাইডলাইনে থাকার কারণে ৩০১ নম্বরে নেমে গেছেন।

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি।
 

Link copied!