পুরুষ কিংবা নারীদের ১০০ মিটার স্প্রিন্ট হলো যে কোন একাধিক ক্রীড়া সম্বলিত গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। সেটা অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক, ইউরোপীয় গেমস হোক, কমনওয়েলথ গেমস হোক আর সাফ গেমস হোক, সবখানেই বড় মর্যাদার।
চলতি প্যারিস অলিম্পিকের নারীদের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন ছোট্ট ক্যারিবিয়ান দেশ সেন্ট লুসিয়ার আলফ্রেড ১০.৮৪ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে।
এবার পুরুষদের পালা। সেখানে রোববার সেমিফাইনালে সবচেয়ে ভালো করলেন জ্যামাইকার কিশানে থমসন। তৃতীয় হিটে নেমে ৯.৮০ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেন কিশানে। দ্বিতীয় হয়েছেন তারই দেশের অবলিক সেভিল। নোয়া লাইলস তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন। গতবারের সোনা জয়ী মার্সেল জেকবসকে পেছনে ফেলে ফাইনালে উঠেন দক্ষিণ আফ্রিকার আকানি সিমবিনে।