• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তে ফিফা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৫:৫৭ পিএম
আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তে ফিফা

টানা ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে ফাইনালের পর থেকেই নানা অভিযোগ তাদের পিছু নিয়েছে। এবার ফাইনাল চলাকালীন ‘আপত্তিকর আচরণ’ ও ‘ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে লিওনেল মেসির দলের বিরুদ্ধে।

শুধু তাই নয়, অভিযোগের প্রেক্ষিতে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তও শুরু করেছে ফিফা। তবে তদন্ত চলাকালীন সব অভিযোগের জবাব বা ব্যাখ্যা দিতে পারবে আর্জেন্টিনা।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনার ‘খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য অসদাচরণের’ অভিযোগ পেয়েছে তারা। এছাড়া মেসির দলের বিরুদ্ধে মিডিয়া ও মার্কেটিং নীতিমালা ভঙ্গের অভিযোগও রয়েছে।

তবে শুধু আর্জেন্টিনা নয় কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও তদন্ত করবে ফিফা। ‘বৈষম্য’ সংক্রান্ত বিধি লঙ্ঘনের পাশাপাশি ‘ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তাভঙ্গের’ অভিযোগ রয়েছে লুকা মদ্রিচের দলের বিরুদ্ধে।

Link copied!