সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমি সিডন্স বাংলাদেশ ক্রিকেট দল থেকে ইস্তফা দিয়েছেন। এই ব্যাটিং কোচ জাতীয় দল থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ফেসবুকে ‘Jamie Siddons Coaching’ আইডি থেকে পোস্টের মাধ্যমে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন সিডন্স। পাশাপাশি বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের জন্য শুভ কামনাও জানান এই অস্ট্রেলিয়ান।
সিডন্সের পোস্টে বলা হয়েছে, "কিছুদিন বিরতি নিয়ে আমি আবার ঢাকা ফিরব। আমি পরবর্তী প্রজন্মের কথা বিবেচনা করে জাতীয় দলের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি জাতীয় দলের বাইরে থেকে খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা করতে পারব এবং তাদের পরবর্তী খেলায়াড় হিসেবে গড়ে তোলার জন্য সুযোগ তৈরি করতে পারব।"
দীর্ঘ ফেসবুক পোস্টে সিডন্স আরও উল্লেখ করেন, "আমি সাধারণত তরুণ খেলোয়াড়দের কোচিং করাতে পছন্দ করি। তাই বিসিবির সঙ্গে আলোচনা করে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছি। আমি এখন ভবিষ্যত ক্রিকেটার গড়ার লক্ষ্যে কাজ করে যাব।"
তিনি আরও জানান, "গৌরব জাতীয় দলের সাথে। আমিও এটা পছন্দ করি। কিন্তু কৌশলের উন্নতি ঘটে মিরপুরের নেটে, প্রচন্ড গরমে। আমি `এ` দলের সাথে ভবিষ্যৎ ক্রিকেটার তৈরি করতে উন্মুখ হয়ে আছি।"
এবার জাতীয় দলে যোগ্য ক্রিকেটার তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন সিডন্স। কেমন উপভোগ করছেন জাতীয় দলের বাইরে ক্রিকেটারদের নিয়ে কাজ করতে, এমন প্রশ্নের জবাবে সিডন্স বলেন, "আমি বেশ বড় সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে আমার জন্য বেশ বড় সিদ্ধান্তই। সবাই জাতীয় দলে কোচিং করাতে চায়, আমি চাই না। আমার নিজেকে জাতীয় দলের পরের ধাপেই নিজেকে ঠিকঠাক লাগে।"
সিডন্স ২০০৭ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ৪ বছর পর ২০১১ সালে তিনি বিসিবি ছাড়েন। গত বছরের প্রথম দিকে তাকে দ্বিতীয় দফায় টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়।