• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মঈনের বিকল্প নিল ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৭:১০ পিএম
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মঈনের বিকল্প নিল ইংল্যান্ড

অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। এই টেস্টে অবসর ভেঙে দলে এসেছিলেন অলরাউন্ডার মঈন আলী। তবে মঈনের ইনজুরির কারণে দলে অন্তর্ভুক্ত করা এক তরুণ লেগ স্পিনারকে।

মঈনের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে ১৮ বছর বয়সী রেহান আহমেদকে। কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন এই লেগ স্পিনার।

প্রথম টেস্টে শেষে ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককুলাম জানিয়েছিলেন দ্বিতীয় টেস্টে ফিট থাকলে মাঠে নামবেন মঈন।

২০১৭-১৮ অ্যাশেজের সময় বল ঘূর্ণির করার আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন মঈন। আবার সেই আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। এইজন্য মঈনের বিকল্প হিসেবে রেহান খানকে দলে নেওয়া হচ্ছে। অ্যাশেজ শুরুর আগে স্পিনার জ্যাক লিচের ইনজুরির কারণে মঈন আলীকে দলে টানা হয়েছিল।

গত ডিসেম্বরে করাচিতে খেলেছিলেন রেহান খান। ওই ম্যাচে ৪৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই লেগি। 

Link copied!