• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬
বিপিএল

রংপুরের বিপক্ষে ঢাকার লড়াকু সংগ্রহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৩:১৫ পিএম
রংপুরের বিপক্ষে ঢাকার লড়াকু সংগ্রহ

রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকে চাপে ছিল ঢাকা ডমিনেটরস। তবে শেষ পর্যন্ত উসমান গনির অপরাজিত পঞ্চাশোর্ধ ইনিংসের উপর ভর করে রংপুরকে ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা।

সোমবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ঢাকা। ফিরে যান ওপেনার মিজানুর রহমান।

আগের ম্যাচে রানে ফেরা সৌম্য সরকার আবার ব্যর্থ। দলীয় ২৩ রানে তাকে ফিরিয়ে দেন আজমতউল্লাহ। এরপর অ্যালেক্স বেক ও মোহাম্মদ মিঠুনও দ্রুত বিদায় নেন।

তবে অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন ঢাকার আফগান ব্যাটার ওসমান গনি। কিন্তু তাকে ঢাকার কোন ব্যাটার খুব একটা সঙ্গ দিতে পারেননি।

শেষদিকে ২২ বলে ২৯ রানের ইনিংসে অধিনায়ক নাসির হোসেনই যা একটু সঙ্গ দিয়েছেন। তবে নাসির ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওসমান। তার অপরাজিত ৫৫ বলে সাত চার ও তিন ছক্কায় ৭৩ রানের ইনিংসের উপর ভর করে ১৪৪ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা।

Link copied!