আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই বেশ তড়িঘড়ি করে মোস্তাফিজুর রহমানকে বিশেষ বিমানে করে উড়িয়ে নিয়ে যায় দিল্লি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নাম লিখিয়েছেন কাটার মাস্টার।
তবে যতটা আগ্রহ দেখিয়ে বাংলাদেশী তারকাকে উড়িয়ে নিয়েছে দিল্লি, মাঠে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। টানা তিন ম্যাচেই বেঞ্চ গরম করতে হচ্ছে মোস্তাফিজকে।
রাজস্থান রয়্যালসের হয়ে্তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে দিল্লি। একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ডেভিড ওয়ার্নাররা। মিচেল মার্শ, সরফরাজ খান ও আমান খান প্রথম ম্যাচের একাদশে ছিলেন। তাদের পরিবর্তে মনিষ পান্ডে, ললিত যাদব ও রভম্যান পাওয়েলকে একাদশে ভিড়িয়েছে দলটি। তবে জায়গা হয়নি টাইগার বোলারের।
এর আগে লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানসের বিপক্ষেও একাদশে জায়গা হয়নি মোস্তাফিজের।