• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রাতে দিল্লি-চেন্নাই লড়াই, একাদশে মোস্তাফিজের থাকা নিয়ে প্রশ্ন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৪:৫৩ পিএম
রাতে দিল্লি-চেন্নাই লড়াই, একাদশে মোস্তাফিজের থাকা নিয়ে প্রশ্ন?
মোস্তাফিজ প্রথম একাদশে থাকবেন কিনা জানা যাবে টসের পর। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানের বোলিং নৈপূণ্যে টানা দুই জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এবার অবশ্য প্রতিপক্ষের মাঠে লড়াইয়ের চ্যালেঞ্জ। 

রোববার রাত ৮টায় বিশাখাপত্তমে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ধোনিরা। চলতি আসরে দুই ম্যাচেই হেরেছে দিল্লি। 

চেন্নাইয়ের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগার পেসার মোস্তাফিজের। আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন ফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বাঁ-হাতি এই পেসার।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন কাটারমাস্টার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশি এই পেসার।

তারপরও মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণটা মাথিশা পাথিরানা। গত আইপিএলে পাথিরানা ছিলেন অসাধারণ। শিরোপার প্রশ্নে লঙ্কান এই পেসার ছিলেন দলের বড় অস্ত্র। অবশ্য সর্বশেষ ম্যাচে দুই পেসারকে একসঙ্গে দেখা গেছে। তবে এবার মাঠটা চেন্নাইয়ের বাইরে বলেই মোস্তাফিজের একাদশে থাকাটা অনিশ্চিত। তবে বাংলাদেশের দর্শকরা মোস্তাফিজকে একাদশে দেখতে উদগ্রীব। সেটা চূড়ান্ত হবে টসের পর।  

তবে চেন্নাই সবসময় স্রোতের বিপরীতেই হাঁটতে পছন্দ করে। সমীকরণের জটিল অঙ্ক দূরে রেখে ফর্ম বিবেচনায় নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে একাদশে মোস্তাফিজের নামটাই সবার আগে থাকার কথা। 

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও তার ইউটিউব চ্যানেলে ম্যাচ প্রিভিউতে বলেছেন, চেন্নাইয়ের একাদশে তিনি পরিবর্তন দেখছেন না। আকাশের ‘প্লেয়ার টু ওয়াচ’ এর তালিকাতেও আছেন মোস্তাফিজ।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান/মাথিশা পাথিরানা।
 

Link copied!