• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ঢাকা আবাহনী জিতলেও হেরেছে চট্টগ্রাম আবাহনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৬:৩৩ পিএম
ঢাকা আবাহনী জিতলেও হেরেছে চট্টগ্রাম আবাহনী
হ্যাটট্রিক করেন ঢাকা অবাহনীর ওয়াশিংটন (মাঝে)। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার ফুটবল লিগে ভালো না হলেও ঢাকা আবাহনীর ফেডারেশন কাপের সূচনাটা দুর্দান্ত হয়েছে। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রাজধানীতে ঢাকা আবাহনী ৬-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। আবাহনীর এমন জয়ের দিনে জয় পেয়েছে ঢাকা মোহামেডানও। গোপালগঞ্জ স্টেডিয়ামে ওই একই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে আন্দ্রেস ক্রুসিয়ানির আবাহনী ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায়। ওয়াশিংটনের বা প্রান্তের ক্রসে বক্সের ভেতরে ডিফেন্ডার ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। নবীব নেওয়াজ জীবন ফাঁকায় বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি। ১৫ মিনিট পর ম্যাচের ব্যবধান দ্বিগুণ হয়। এবার গোলদাতা ওয়াশিংটন। ৭১ মিনিটে ওয়াশিংটন একাই বক্সে ঢুকে দলের তৃতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ওয়াশিংটন। ৮২ মিনিটে গ্রানাডার ফরোয়ার্ড কর্নেলিয়াস ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন। ৮৬ মিনিটে কর্নেলিয়াস আরেকটি গোল করেন। 
লিগের মতো ফেডারেশন কাপের সূচনাও ভালো করেছে ঐতিহ্যবাহী মোহামেডান। 

চট্টগ্রাম আবাহনী অপক্ষোকৃত দুর্বল দল হলেও ১৪ মিনিটে ম্যাচে লিড নেয় তারাই। নাইজেরিয়ান ফুটবলার আজীজের গোলে মোহামেডানকে পেছনে ফেলে চট্টলার দলটি। প্রথমার্ধেও যোগ করা সময়ে জাফর ইকবালের গোলে সাদা-কালোরা খেলায় ফেরে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের সময় মোহামেডানের উজবেক মিডফিল্ডার মোজাফফরভ গোল করেন।

 

Link copied!