চলতি দলবদল মৌসুমের শুরু থেকেই মোসেস কাইসিডোকে চেলসি আগ্রাধিকারের ভিত্তিতে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছিল। যখন এই চুক্তিটা শুধুই সময়ের ব্যাপার মনে হচ্ছিল ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় লিভারপুল। আকাশচুম্বী প্রস্তাব দিয়ে বসে অলরেডরা। কিন্তু এই ইকুয়েডরিয়ানের ইচ্ছা ছিল নীল জার্সি গায়ে চাপানোর। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে।
ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি`র বিনিময়ে প্রিমিয়ার লিগের দল ব্রাইটন থেকে চেলসিতে যোগ দিচ্ছেন ইকুয়েডরের মিডফিল্ডার মোসেস কাইসিডো। ১১৫ মিলিয়ন পাউন্ড বা ১ হাজার ৬০৭ কোটি টাকার বিনিময়ে ব্রাইটনের কাছ থেকে ২১ বছর বয়সী কাইসিডোকে কিনতে রাজি হয়েছে চেলসি।
এর আগে গত শুক্রবার (১১ আগস্ট) এই ইকুয়েডর তারকাকে কিনতে ১১১ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল লিভারপুল। কিন্তু কাইসিডো ব্যক্তিগতভাবে চেলসিকেই অগ্রাধিকার দেওয়ায় বেশ কয়েকটি প্রচেষ্টার পর তাকে কিনতে সমর্থ হলো চেলসি। জানুয়ারির দলবদলে এনজো ফার্নান্দেজকে রেকর্ড ভেঙে কেনার পর চলতি বছর দ্বিতীয়বারের মতো রেকর্ড ভাঙলো চেলসি। ফার্নান্দেজকে ১০৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়িয়েছিল চেলসি।
বিবিসি জানিয়েছে, চেলসি তাকে দলে ভেড়ানো নিশ্চিত করলেও এখনও মেডিকেল বাকি। কাইসিডোর চেলসিতে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ায় ব্রাইটন প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচে নবাগত লুটনের বিপক্ষে তাকে স্কোয়াডেই রাখেনি। তাতে অবশ্য ব্রাইটনের জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি।
দলবদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, কাইসিডোর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করবে চেলসি। তবে চাইলে উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে এই চুক্তি ২০৩২ সাল পর্যন্ত বাড়ানো যাবে।
২০২১ সালের শীতকালীন দলবদলে ব্রাইটনে যোগ দিয়েছিলেন কাইসিডো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫৩ ম্যাচ খেলে ২টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সবশেষ মৌসুমে দারুণ পারফর্ম করা ব্রাইটনকে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টে তুলতে কাইসিডোর দারুণ ভূমিকা ছিল।