• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

ঢাকার বিপক্ষে বরিশালের সংগ্রহ ১৫৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:১৪ পিএম
ঢাকার বিপক্ষে বরিশালের সংগ্রহ ১৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটরস। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে বরিশাল।

প্রথম উইকেট জুটিতে এনামুল হক বিজয় ও সাইফ হাসান দুর্দান্ত শুরু করেন। দলীয় ৪২ রানে বরিশালের প্রথম উইকেটের পতন হয়। আর ৭ রান যোগ হতেই দলীয় অধিনায়ক সাকিব আল হাসান আউট হন।

দলীয় ৯২ রানে ৪ উইকেটের পতন হলে বেশ বিপদেই পড়ে বরিশাল। মিডল অর্ডার ব্যাটারদের একের পর এক ব্যর্থতায় হাল ধরেন জাতীয় দলের সিনিয়র তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দলের স্কোরবোর্ডে ৩৯ রান যোগ করেন।

দলের ১৩৪ রানে রিয়াদ আউট হন শরিফুল ইসলামের বলে। তবে শেষদিকে করিম জানাত ও সালমান হোসেনের কল্যাণে দলীয় রান ১৫০ পার করে বরিশাল।

নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রানে থামে বরিশালের ইনিংস। এই রান তুলতে তাদের উইকেট হারাতে হয় ৮টি।

Link copied!