• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

পাকিস্তান সফরে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশি যুবারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৭:৫০ পিএম
পাকিস্তান সফরে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশি যুবারা

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলতে সোমবার (৩১ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দেশ ছাড়ার আগে হোম অব ক্রিকেটে হয়েছে আনুষ্ঠানিক ফটো সেশন।

যুব বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ কাজে আসবে বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার। মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হান্নান জানান, আসন্ন যুব বিশ্বকাপ এশিয়ার কোনো দেশে হতে পারে। সেক্ষেত্রে এই সফরটা বাংলার যুবাদের প্রস্তুতি নিতে সাহায্য করবে।

হান্নান বলেন, “পাকিস্তান বয়সভিত্তিক পর্যায়ে সবসময় ভালো করে। সেক্ষেত্রে এই সফরে আমাদের ছেলেরা ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমাদের ধারণা করছি এবার যুব বিশ্বকাপ এশিয়াতে হতে পারে। সেই দিক থেকে পাকিস্তান সফরটা আমাদের পরিকল্পনা নিয়ে ধারণা দিতে পারে।”

পাকিস্তান সফরে একটা চারদিনের ম্যাচ, তিনটা ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সফর শেষে চলতি বছরের ১৯ নভেম্বর দেশে ফিরবে তারা।

পাকিস্তানের যে কোনো কন্ডিশনে খেলা বাংলাদেশের যুবাদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন হান্নান। এই দলের সবাই নতুন হওয়াতে চ্যালেঞ্জটা আরও বেশি বলে মনে করছেন তিনি।

“আমাদের অনূর্ধ্ব-১৯ দলের জন্য পাকিস্তানের যে কোনো কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জ হবে। বিশেষ করে এই দলটার জন্য। কারণ তারা একদম নতুন, বাইরে খেলার অভিজ্ঞতা নেইও তাদের।”- যোগ করেন হান্নান।

২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন আরিফুল হক। তিনি এবার পাকিস্তানের যুব ফ্র্যাঞ্চাইজি লিগও খেলেছেন। তবে পাকিস্তান সফরে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

এইচএসসি পরীক্ষার জন্য ছুটি নেওয়াতে পাকিস্তান যাচ্ছেন না আরিফুল। বিষয়টি নিশ্চিত করেছেন যুব দলের নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, “পাকিস্তান সফরে সে (আরিফুল) যেতে পারছে না, তার এইচএসসি পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য সে ছুটি চেয়েছিল, তাকে দেওয়া হয়েছে। তবে আরিফুলের সঙ্গে আমার কথা হয়েছে, মুলতানের উইকেটের বিষয়ে, যেহেতু সে কয়েকদিন আগেই সেখানে খেলে এসেছে।”

Link copied!