এন্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশ ২০১ রানে পরাজিত হয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জ্যামাইকার কিংস্টনে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে বেহাল অবস্থায় ছিল বাংলাদেশ। কিন্তু সোমবার তৃতীয় দিনে বাংলাদেশের বোলারদের তোপের মুখে ধস নামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে।
আগের দিনের ১ উইকেটে ৭০ রান নিয়ে মাঠে নেমে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজের তোপে ইনিংস বড় হয়নি ক্যারিবিয়ানদের। আর ৭৬ রান যোগ হতেই তাদের বাকি ৯টি উইকেটের পতন ঘটে। দলের পক্ষে ব্রাথওয়েট ৩৯ ও কেচি কারটি ৪০ রান করেন।
বাংলাদেশের নাহিদ রানা ৫টি, হাসান মাহমুদ ২টি উইকেট পান। তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট লাভ করেন।
এরপর বাংলাদেশ শুরু করে দ্বিতীয় ইনিংস। দিন শেষে সফরকারীরা ৫ উইকেটে ১৯৩ রান করে। বাংলাদেশ চালকের আসনে রয়েছে ২১১ রানে এগিয়ে থেকে।
বাংলাদেশের হয়ে সাদমান ইসলাম ৪৬, মেহেদি হাসান মিরাজ ৪৩, জাকের আলি অপরাজিত ২৯ শাহাদত হোসেন ২৮ লিটন কুমার দাস ২৫, তাইজুল ইসলাম অপরাজিত ৯ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ২টি উইকেট লাভ করেন।







































