• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

মেসিদের বিশ্বকাপ জয় উদযাপনে আর্জেন্টিনায় সাধারণ ছুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০১:৪০ পিএম
মেসিদের বিশ্বকাপ জয় উদযাপনে আর্জেন্টিনায় সাধারণ ছুটি
ছবি: গেটি ইমেজস

৩৬ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। পঞ্চমবারের চেষ্টায় বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ারস পরিণত হয়েছে উৎসবের নগরী।

বিশ্বকাপ জয় উপলক্ষ্যে আর্জেন্টিনায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এমন দিনে কেউ আর কি স্কুল, কলেজ বা অফিস করতে চায়? তবে সাধারণ জনগণের সুবিধার জন্য সাধারণ ছুটি দিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ২৫ মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীদের বহনকারী বিমান বুয়েন আয়ারসে পৌঁছেছে। সেখানে তাদের স্বাগত জানাতে জড়ো হয়েছে হাজারো আর্জেন্টাইন নাগরিক।

বিমানবন্দর থেকে বাসের খোলা ছাদে প্যারেড করতে করতে পুরো শহর ঘুরবেন মেসি-মার্টিনেজরা। এরপর তাদের সরকারী পৃষ্টপোষকতায় দেওয়া হবে রাজকীয় সংবর্ধনা।

এর আগে রোববার (১৮ ডিসেম্বর) সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এটি তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। 

Link copied!