• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবকে অল রাউন্ডারদের ‘বাপ’ বললেন আকাশ চোপড়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩, ০৬:২৫ পিএম
সাকিবকে অল রাউন্ডারদের ‘বাপ’ বললেন আকাশ চোপড়া
ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। দেশটির ক্রিকেটের পোস্টার বয়ও তিনি। অল রাউন্ডার হিসাবে গত ১০-১২ বছর ধরে বিশ্ব ক্রিকেটে শাসন করে যাচ্ছেন তিনি। নিজ দেশে পছন্দের তালিকায় শুধু নয়, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেই তালিকায় একজন আকাশ চোপড়াও।

আর কিছুদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। উক্ত টুর্নামেন্টের পরই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। বড় দুই আসরকে সামনে রেখে সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকাররা নিজেদের মতামত জানাচ্ছে। ক্রিকেটের বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় থাকেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। রোববার (২৭ আগস্ট) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বর্তমান সময়ের তারকা অলরাউন্ডারদের নিয়ে কথা বলেন আকাশ চোপড়া। সেখানেই তিনি সাকিবকে ‘ড্যাডি অব অলরাউন্ডার’ বলে আখ্যায়িত করেন।

ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারটা তেমন সমৃদ্ধ নয় আকাশ চোপড়ার। তবে ক্যারিয়ার শেষে ক্রিকেট বিশ্লেষক হিসেবে বেশ নাম কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ক্রিকেট নিয়ে আলোচনা করে থাকেন ভারতের সাবেক এই ক্রিকেটার।

বিশ্বকাপের আলোচিত অলরাউন্ডারদের নিয়ে আকাশ চোপড়া নিজের পেজে ভিডিও প্রকাশ করেন। যেখানে তিনি আলোচনা করেন ক্রিস ওকস, মিচেল মার্শ, শাদাব খান, সাকিব আল হাসানদের নিয়ে। সাকিবকে নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’।

সাকিব প্রসঙ্গে আকাশ চোপড়া তার ভিডিওতে বলেন, “সাকিব তো অলরাউন্ডারদের বাবা এটা বলতেই হবে। সে বাংলাদেশের অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে বুঝিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপটা তার।”

মূলত, গত এক বছরের সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এমন মন্তব্য করেন আকাশ চোপড়া। গত এক বছরে ৯টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ৩৩১ রানের পাশাপাশি ১৬টি উইকেট পেয়েছেন তিনি। সাকিবের এমন পারফরম্যান্সই প্রমাণ করে আকাশ চোপড়া টাইগারদের সেরা ক্রিকেটারকে নিয়ে সঠিক মন্তব্যই করেছেন।

Link copied!