• ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার আশা আদিল রশিদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৬:০৩ পিএম
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার আশা আদিল রশিদের
আদিল রশিদ। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৬ সপ্তাহ বাকি। আসরটিতে কে ফেভারিট কিংবা শক্তিমত্তায় কারা এগিয়ে– এমন আলোচনা এখনও শুরু হয়নি। বিচ্ছিন্নভাবে দুয়েকটা কথা আসছে। পাকিস্তানের মোহাম্মদ আমির বলেছেন বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা। এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য জানান দিলেন ইংল্যান্ড তারকা আদিল রশিদ।

পাকিস্তানকে ফাইনালে হারিয়ে ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। যেখানে লেগস্পিনার আদিল রশিদ ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন।

রশিদ বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ আমাদের সেরা টুর্নামেন্ট ছিল না, ব্যাট–বল কিংবা দল হয়ে কোনো বিভাগেই আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে আমি মনে করি আসন্ন (টি-টোয়েন্টি) বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের, যেখানে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।’

তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে দল রয়েছে, এখানে থাকা ক্রিকেটারদের ভালো মাইন্ডসেট ও যথেষ্ট অভিজ্ঞতা আছে। যদি আমরা একই বিশ্বাস নিয়ে সেখানে যেতে পারি, আমি আশাবাদি আমরা বাকি পথ সামলাতে পারব।’

এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসরে কেবল একটি ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। তাও সেটি এসেছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আদিল রশিদ বলেন, ‘আমরা সাম্প্রতিক অতীতে ভালো খেলিনি, কিন্তু মানুষ ঘুরে দাঁড়িয়েছে, দলও সেখান থেকে কামব্যাক করেছে এবং মুখ ফিরিয়েছে বিশ্বকাপ জয়ের দিকে। যদি টি-টোয়েন্টিতে আপনি অনেক বেশি পরিকল্পনা সাজান, তবে আপনি নিজেদের ১৮০–১৭০ এ আটকে ফেললেন। আবার আপনি যদি সত্যিকার স্বাধীনতা নিয়ে খেলেন তাহলে আপনি ২৫০–৩০০ রানও করতে পারবেন।’

উল্লেখ্য, ১ জুন বিশ্বকাপের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। ৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা মোকাবিলা করবে স্কটল্যান্ডকে।

Link copied!