• ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:১০ এএম
ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত। এবার বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ আগস্ট) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। এ খবর জানার পর ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবনের আশায় নতুন করে বুক বাঁধছেন ভারতের ব্যবসায়ীরা।

জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতেও বাধ্য হন।

এ ছাড়া ভারতের কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, রাজধানী দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু শহরের বড় বড় হাসপাতালগুলোতেও বাংলাদেশনির্ভর ব্যবসা ও অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়ে দেশটির হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসা খাত।

ভিসানীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির ব্যবসায়ীরা। তারা আশা করছেন, বাংলাদেশিদের আগমন শুরু হলে আগের সংকট অচিরেই কাটিয়ে ওঠা যাবে।

একই আশায় বুক বেঁধেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়কারী, পরিবহন ব্যবসায়ী, পোশাক ও খাদ্যসামগ্রীর ব্যবসায়ীরাও। তারা সবাই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে উঠুক।

Link copied!