• ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২, ১৫ সফর ১৪৪৬

ছেলেকে দুধ খাওয়াচ্ছেন পরমব্রত, ছবি প্রকাশ করে ভালোবাসায় সিক্ত দম্পতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ১০:৪১ এএম
ছেলেকে দুধ খাওয়াচ্ছেন পরমব্রত, ছবি প্রকাশ করে ভালোবাসায় সিক্ত দম্পতি

সম্প্রতি বাবা-মা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়-পিয়া চক্রবর্তী দম্পতি। কাজের পাশাপাশি ছেলেকে নিয়েও কাটছে অনেকটা সময়। সেই ঝলকই এবার প্রকাশ্যে। সম্প্রতি পিতা-পুত্রের মিষ্টি মুহূর্তের ছবি প্রকাশ করলেন পিয়া চক্রবর্তী। এতদিন মুখ না দেখালেও একটুখানি ছোট্ট হাত- পায়ের ছবি সামনে এনেছিলেন। এবার ছেলের সঙ্গে দু'জনের লেন্সবন্দি মুহূর্ত শেয়ার করলেন পিয়া। 

পরম স্নেহে ছেলের গালে চুম্বন একে দিচ্ছেন পরম। কখনও আবার ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন। নবজাতকের ছোট্ট দু’টি পায়ে পরানো সবুজ মোজা। আর তার সঙ্গী দুই ক্রুশের পুতুল। ছোট ছোট এই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেছেন পিয়া।

ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে বাবা পরম স্নেহে চুমু দিচ্ছেন ছেলের গালে। অভিনেতাকে আবার কখনও দেখা যাচ্ছে বাচ্চাকে ফিডিং বোতলে দুধ খাওয়াতে। কোনও ছবিতে আবার পিয়ার কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ক্যাপশনে পিয়া লিখেছেন, 'প্যারেন্টহুড’। আদুরে ছবিগুলোয় ভালোবাসায় ভরিয়েছেন সকলে। 

জীবনের নতুন অধ্যায় যে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন, তা বুঝে নিতে অসুবিধা হয় না। সেই ছবিতে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে এক ভক্ত লিখেন, এই যাত্রাটা খুবই রোমাঞ্চকর। অনেক অনেক শুভেচ্ছা। একরত্তিকে আমার ভালবাসা দিও।

পিয়া পেশায় একজন মানসিক স্বাস্থ্য এবং সমাজকর্মী। একই সঙ্গে তিনি গায়িকাও বটে। সন্তান জন্ম দেওয়ার আগে মাতৃত্বকালীন ছুটিতে নিজের মতো করে সময় কাটিয়েছেন। মন এবং শরীরের যত্ন রেখেছেন। কাজের ব্যস্ততা সামলে সেই সময় স্ত্রীর পাশে ছিলেন পরমব্রত। গত ১ জুন পুত্র সন্তান আসে তাদের কোলজুড়ে।

 ২০২৩ সালের ২৭ নভেম্বর বিয়ে করেন এই জুটি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।

Link copied!