ফুটবল ক্যারিয়ারে আটবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ওই আটটির মধ্যে একটি কি ছিনিয়ে নেওয়া হবে? সেটি কি পাবেন পোল্যান্ডের ফুটবলার রবার্ট রবার্ট লেভানডভস্কি? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
২০১৮-১৯ মৌসুমের জন্য ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। পরের বছর সব থেকে ভালো ফুটবল খেলেছিলেন লেভানডভস্কি। ২০১৯-২০ মৌসুমে ব্যালন ডি’অরের তালিকায় তার নামই ছিল সবার আগে। কিন্তু সেবার কোভিডের জন্য এই পুরস্কার দেওয়া হয়নি। ২০২০-২১ মৌসুমে আবার সেই পুরস্কার দেওয়া হয়েছিল। সেবার আবার তা জিতেছিলেন মেসি।
এই ঘটনার পরেই বিতর্ক হয়েছিল। অনেকে প্রশ্ন তুলেছিলেন কেন ২০২০ সালে পুরস্কার দেওয়া হল না? সেই সময় ‘ফ্রান্স ফুটবল’ (এই পত্রিকা ঠিক করে প্রতিবছর এই পুরস্কার কোন ফুটবলার পাবেন) জানিয়েছিল, ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুম মিলিয়ে মেসিকে সেই পুরস্কার দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন লেভানডভস্কি নিজেই। পোল্যান্ডের ফুটবলার জানিয়েছিলেন, দুই মৌসুম মিলিয়ে ১০০ গোল করেছিলেন তিনি। তার ক্যারিয়ারের সেরা দুই বছর কাটিয়েছিলেন। তার পরেও ব্যালন ডি’অর পাননি। সেই সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ফরাসি ফুটবল। তারা জানিয়েছে, ২০১৯-২০ মৌসুমের পুরস্কারও দেবে তারা।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লেভানডভস্কি। তিনি বলেন, ‘চার বছর পরও যদি আমি ব্যালন ডি’অর পাই তা হলে দুঃখ নেই। এই পুরস্কার খুবই গর্বের। আমাকে যখনই দেওয়া হোক না কেন আমি আনন্দের সঙ্গে নেব।’
তাহলে কি মেসির কাছ থেকে ২০২১ সালের পুরস্কারটি নিয়ে নেওয়া হবে? তেমন সম্ভাবনা অবশ্য নেই। কারণ, এক বার এই পুরস্কার দেওয়ার পরে তা নিয়ে নেওয়া হয় না। দরকার পড়লে শুধু ২০১৯-২০ মৌসুমের জন্য পুরস্কার পাবেন লেভানডভস্কি। ২০২০-২১ মৌসুমের পুরস্কার থাকবে মেসির কাছেই।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































