• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিউক্যাসলের ৮ গোল, রেকর্ডের ছড়াছড়ি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৩:১৮ পিএম
নিউক্যাসলের ৮ গোল, রেকর্ডের ছড়াছড়ি
গত রাতে এইভাবে মোট আটবার গোল উৎসব করে নিউক্যাসল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠ ব্রামল লেনে রোববার (২৪ সেপ্টেম্বর) যেন গোল ঝড় বয়ে গেছে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেডের ওপর দিয়ে। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৮-০ গোলে হেরেছে তারা। যা ক্লাব ইতিহাসে শেফিল্ডের সবচেয়ে বড় হার। আর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের মাঠে নিউক্যাসলের সবচেয়ে বড় জয়।

ঘরের মাঠে খেলা হলেও ম্যাচে আধিপত্য ছিল নিউক্যাসলের। ম্যাচের কোন প্রকার পাত্তাই পায়নি শেফিল্ড। গোলের শুরুটা হয় ম্যাচের ২১তম মিনিট থেকে। শন লংস্টাফ নিউক্যাসলের হয়ে গোলের খাতা খোলেন আর শেষটা করেন ম্যাচের ৮৭ মিনিটে অ্যালেক্সান্ডার ইসাক।

নিউক্যাসলের হয়ে ৮ গোল করা সকল ফুটবলার। ছবি : সংগৃহীত

মাঝে ৩১ মিনিটে বার্ন, ৩৫ মিনিটে বটম্যান, ৫৬ মিনিটে ক্যালম উইলসন, ৬১ মিনিট গর্ডন, ৬৮ মিনিটে আলমিরন এবং ৭৩ মিনিটে ব্রুনো গিমারায়েস গোল করেন। আট ফুটবলার ৮ গোল করে প্রিমিয়ার লিগ ইতিহাসে রেকর্ড বইয়ে নাম লেখাল। এর আগে এক ম্যাচে ভিন্ন আট ফুটবলার গোল করেননি।

তবে এটিই নিউক্যাসলের ইতিহাসে সবচেয়ে বড় জয় নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি নিউক্যাসলের তৃতীয় বড় জয়। ১৯৪৬ সালে দ্বিতীয় স্তরের লিগে নিউপোর্ট কাউন্টির বিপক্ষে ১৩–০ ব্যবধানের জয়টা এখনো তাদের ক্লাব ইতিহাসের সবচেয়ে বড়। এরপরই আছে ১৯৩২ সালে এফএ কাপে সাউথপোর্টের বিপক্ষে ৯–০ ব্যবধানে জয়।

খেলা বিভাগের আরো খবর

Link copied!