বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম তিনি। তার পায়ে বল দেখলেই পর্তুগিজ সমর্থকদের মনে জেগে ওঠে আশার আলো। মাঝ-মাঠে তিনিই রাজা। একাধিকবার তিনি কঠিন পরিস্থিতি থেকে নিজের দলকে জিতিয়েছেন। ঝুলিতে রয়েছে অজস্র গোলও। এছাড়াও তিনি পেয়েছেন ‘ব্যালন ডি’অর’ এর মতো সম্মানজনক পুরস্কার। ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তিনি। এবার সেই ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি বছরের গ্লোবাল সকার অ্যাওয়ার্ডস পুরস্কার গ্রহণকালে দাবি করলেন, তিনি নিজের সমালোচকদের ভুল প্রমাণ করে খুশি হন।
শুক্রবার দুবাইতে ওই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রোনালদো দর্শকদের কাছে নিজের কঠিন সময়ের কথা তুলে ধরে জানান, ‘গতবছর আমার সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। সেই সময়ে অনেকেই আমার যোগ্যতা নিয়ে সন্দেহ করছিল। যদিও আমি এই সবেই বিন্দুমাত্র পরোয়া না করে নিজের খেলা খেলে যাচ্ছিলাম এবং সত্যি বলতে গেলে আমি নিজের সমালোচকদের ভুল প্রমাণ করতে খুবই ভালোবাসি।’
তিনি বলেন, ‘খুব আমি ৩৯ বছরে পা দেব। এই বয়সে এসে তরুণ ফুটবলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মজাটাই আলাদা। সত্যি বলতে গেলে আমার গর্ববোধ হচ্ছে এটা ভেবে যে আর্লিং ও কিলিয়ান এমবাপের মতো তরুণ প্রতিভাদের ছাপিয়ে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি।’
প্রসঙ্গত, বর্তমানে রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসের দলের হয়ে। ২০২৩ সালে তিনি তাদের হয়ে খেলেছেন ৫০টি ম্যাচ এবং তার মোট গোলের সংখ্যা ৪৪টি। অ্যাসিস্ট করেছেন ১৩টি। আর্লিংয়ের সংগ্রহ ৫০ এবং এমবাপের ৫২টি গোল।
 
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































