• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

৫০০ উইকেটের হাতছানি লায়নের সামনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৭:২৯ পিএম
৫০০ উইকেটের হাতছানি লায়নের সামনে

অস্ট্রেলিয়া টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য নাথান লায়ন। বিভিন্ন পিচে উইকেট নিয়ে দলে ভূমিকা রেখেছেনে এই স্পিনার। এবার ৫০০ উইকেট নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। আর ১৮ উইকেট পেলেন ক্রিকেট ইতিহাসে অষ্টম বোলার হিসেবে ৫০০ দখলের গৌরব অর্জন করবেন অজি স্পিনার।

অস্ট্রেলিয়ার দল সামনে ব্যস্ত সূচি রয়েছে। ৭ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপর আছে অ্যাশেজ সিরিজ। এই ম্যাচগুলোতে অজিদের স্পিন ইউনিটে মূল ভরসার নাম লায়ন। ভারতের ও ইংল্যান্ডের ব্যাটারদের তার ঘূর্ণি মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে ১৮ উইকেট পাওয়া খুব কঠিন হবে না তার জন্য। এখন পর্যন্ত ১১৯ টেস্ট খেলে ৪৮২ উইকেট নিয়েছেন অজি স্পিনার। ১০ উইকেট নিয়েছেন চারবার ও ৫ উইকেট নিয়েছেন ২৩ বার। নিজের সক্ষমতা অনুযায়ী বল করতে পারলে খুব দ্রুতই ৫০০ উইকেটের রেকর্ডে নিজের নাম যাচ্ছেন অভিজ্ঞ স্পিনার।

নিজের রেকর্ডের বিষয়ে নাথান লায়ন বলেন, “হ্যাঁ, আমি এই মুহূর্তে নিজেকে নিয়ে কথা বলতে চাই না। তবে এটা দারুণ যখন দেখবেন ৫০০ উইকেট দখলকারীর তালিকায় নিজের নাম দেখবেন। আমি জানি, আমি খুবই ভাগ্যবান এবং এ যাত্রায় আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।”

২০১১ সালের লায়নের টেস্ট অভিষেক হয়। তারপর থেকেই টেস্ট দলের উপমহাদেশসহ বিভিন্ন কন্ডিশনে বল হাতে দারুণ করছেন।

Link copied!