• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬
লা লিগা

৫ ম্যাচে ৪ ড্র, ভায়োকাস মাঠ ‍‍‘অপয়া‍‍’ই রইলো রিয়ালের কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ১০:২৬ এএম
৫ ম্যাচে ৪ ড্র, ভায়োকাস মাঠ ‍‍‘অপয়া‍‍’ই রইলো রিয়ালের কাছে
ভায়োকাসের গোলমুখে আক্রমণ রিয়ালের। ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবল লিগ লা লিগার এক ম্যাচে ভায়োকাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে ফিরতে পারলো না বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ভায়োকাসের মাঠে ৫ ম্যাচের ৪টিতেই ড্র করলো রিয়াল। 

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের ৪ ও ৩৬ মিনিটে পর পর দুটি গোল হজম করে বড় বিপদে পড়ে সফরকারি দল রিয়াল। তবে ৩৯ মিনিটে ভালভার্দের গোলে ব্যবধান কমায় রিয়াল। 

প্রথমার্ধের শেষ মিনিটে বেলিংহাম গোল করলে সমতা নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। আর আশা করতে থাকে ‍‍‘অপয়া‍‍’ মাঠ থেকে জয় নিয়ে ফেরার। কিন্তু ৬৪ মিনিটে ভায়োকাসের প্লাজোন গোল করে সমতা আনলে রিয়ালের জয়ের আশা ফুরিয়ে যায়। 

৩৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। আর ৩৮ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ম্যাচে অবশ্য রিয়ালের অন্যতম সেরা তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপে ছিলেম না। ইনজুরির কারণে তাকে বাইরে রেখেই একাদশ সাজান কার্লো আনচেলেত্তি।

Link copied!