নিলামে উঠছে "ঈশ্বরের হাত"


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১২:৫৬ পিএম
নিলামে উঠছে

ফিফা ফুটবল বিশ্বকাপ ১৯৮৬ সালে বিতর্ক দেখা দেয় একটি গোল নিয়ে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার নামে অভিযোগ ওঠে তিনি হাত দিয়ে গোল দিয়েছেন। যদিও ম্যাচের রেফারি আলি বিন নাসির অভিযুক্ত এই গোলকে বৈধ বলেই স্বীকৃতি দেন।

ওই আসরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে ম্যারাডোনার দুই গোলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যারাডোনার প্রথম গোলটি ছিল বিতর্কিত। যা পরে ‍‍`হ্যান্ড অব গড‍‍` নামে সারা বিশ্বে আলোচিত হয়।

এবার ম্যাচের তিউনিশিয়ার সেই রেফারি নাসিরই আলোচিত বলটি নিলামে তোলার ব্যবস্থা করেছেন। আগামী ১৬ নভেম্বর বলটির নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ২৮ অক্টোবর থেকেই অনলাইনে বলটির দাম হাঁকানো যাবে। নিলামের জন্য বলটির মূল্য ধরা হয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ড থেকে ৩ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। 

রেফারি বিন নাসের বলেন, ‍‍`এই বলটি ফুটবল ইতিহাসের অংশ।  আমার মনে হয় বিশ্ববাসীর সামনে এটাকে উপস্থাপন করার এখনই উপযুক্ত সময়।‍‍`

Link copied!