• ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভূমিকম্পে কেঁপে উঠলো মিরপুর, খেলা বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ১১:২২ এএম
ভূমিকম্পে কেঁপে উঠলো মিরপুর, খেলা বন্ধ

মিরপুরে চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় দিনে সকালের খেলায় ভালোই শুরু পায় আইরিশরা। তবে হঠাৎ ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের আতঙ্গে ড্রেসিংরুমে থাকা ক্রিকেটাররা সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন। তখন খেলা বেশকিছু সময় বন্ধ ছিল।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তখনই মিরপুরে চলছিলো খেলা। এই সময় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল এখন মাঠে আতঙ্গ ছড়িয়ে পড়ে।

আয়ারল্যান্ডের খেলোয়াড় ও স্টাফটা মাঠে নেমে আসে। কিন্তু কিছুক্ষণ পরই আবারও খেলা শুরু হয়। এরপরই তাইজুলের ঘূর্ণিতে এক ওভারে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২০৩ রান। লোরকান টাকার ৫২ এবং নিল ২০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে তাইজুল ৩ উইকেট পেয়েছেন।   

Link copied!