• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকার পথে সাবিনারা, প্রস্তুত ছাদখোলা বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০১:১৪ পিএম
ঢাকার পথে সাবিনারা, প্রস্তুত ছাদখোলা বাস
বাংলাদেশ নারী দল এই বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাবে। ছবি: সংগৃহীত

ঢাকার পথে কাঠমান্ডু ছেড়েছেন সাবিনারা। আর তাদের জন্য প্রস্তুত ছাদখোলা বিআরটিসির দৃষ্টিনন্দন একটি বাস। দুপুর ২টার কিছুক্ষণ পরই সাফ ফুটবলজয়ী বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের জমজমাট ফাইনালে ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। গতবার ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে এই নেপালকেই পরাজিত করেছিল। আর গতবারও একইভাবে ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে নারী দলকে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। 

এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান,  ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপও অংশ নিয়েছিল।

Link copied!