সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দাপট ধরে রাখল ভারত। শনিবার নেপালকে ৩-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো সাফের শিরোপা জিতল তারা। এ নিয়ে টুর্নামেন্টের ১৩ আসরের মধ্যে ৮ বারই শিরোপা ঘরে তুলেছে ভারতীয়রা।
এদিন ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে নিয়ে খেলেছে ভারত। ম্যাচের দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় তারা। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন সুরেশ। আর যোগ করা সময়ে ব্যবধান ৩-০-তে নিয়ে যায় সাহাল।
আসরে ভারতের শুরুটা হয়েছিল বিবর্ণ। নিজেদের প্রথম ম্যাচেই ড্র করেছিল বাংলাদেশের সঙ্গে। কিন্তু ধরে ধীরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ঠিকিই শিরোপার লক্ষ্যে এগিয়ে যায় তারা। ফাইনালে পায় প্রথমবারের মতো সাফের ফাইনাল খেলতে নামা নেপালকে। সবশেষ নেপালকে হারিয়ে মালদ্বীপের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার করে নেন সুনীল ছেত্রীরা।