• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

হৃদরোগে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:২২ পিএম
হৃদরোগে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

মাত্র ২৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ভারতীয় ক্রিকেটার অবি বরোট।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ক্রিকেটারের মৃত্যু হয়।

২০২০ সালের মার্চে প্রথম রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। সেই দলের উইকেটকিপার ও ওপেনার ছিলেন অবি বরোট।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর বিবৃতিতে জানায়, সৌরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার অবি বরোটের অকাল প্রয়াণে সংস্থার সবাই মর্মাহত।

২০১৯-২০ মৌসুমে সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অবির। বাংলার বিরুদ্ধে ফাইনালে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেন। হরিয়ানা এবং গুজরাটের হয়েও রঞ্জি খেলেছেন ডানহাতি ব্যাটার। অফ স্পিন বল করতেও পারদর্শী ছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১৫৪৭ রান করেছেন অবি বরোট। ঘরোয়া একদিনের ক্রিকেটে ৩৮টি ম্যাচে ১০৩০ রান করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০টি ম্যাচে তার রান ৭১৭। গোয়ার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ৫৩ বলে ১২২ রান করে তিনি নজরে পড়েন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কও ছিলেন এই ক্রিকেটার।

Link copied!