বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেল। প্রথম ওভারেই ৪ রান তুলেন সফরকারীরা। টাইগারদের হয়ে বোলিং করতে আসেন শেখ মেহেদী। চার ওভারে দুই উইকেট হারিয়ে ধুঁকছে ব্ল্যাক ক্যাপসরা।
দুই ওভার শেষে ১০ রান তুলে নিউজিল্যান্ড। তৃতীয় ওভারে এসেই রবীন্দ্রকে আউট করেন সাকিব।
৯ বলে ১০ রান করে ফিরেন তিনি।
পরের ওভারে আক্রমণে এসে টম ব্লাল্ডেলকে তুলে নেন শেখ মেহেদী।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন মোহাম্মদ নাঈম। সফরকারিদের হয়ে তিন উইকেট নিয়েছেন রাচিন রবীন্দ্র।