• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

লারার ভবিষ্যতবাণী—জিতবে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৫:১২ পিএম
লারার ভবিষ্যতবাণী—জিতবে পাকিস্তান
ব্রায়ান লারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে আজ (১১ নভেম্বর) মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই সমর্থকদের মধ্যে। রোববারের ফাইনালে কে হবে নিউজিল্যান্ডর প্রতিপক্ষ?

কারো অনুমান আজ জিতবে অস্ট্রেলিয়া, কারো দাবী, পাকিস্তানই যাবে ফাইনালে। সেটা জানা যাবে আজ রাতেই।

গ্রুপপর্বের সবগুলো ম্যাচই জিতেছে পাকিস্তান। এবারের আসরে শিরোপার অন্যতম দাবীদার হিসেবে নিজেদের এরই মধ্যে প্রতিষ্ঠিত করেছে বাবর আজমের দল। অন্যদিকে অস্ট্রেলিয়া বরাবরই ক্রিকেটের শক্তিশালী দল। অ্যারন ফিঞ্চের নেতৃত্বে দাপট নিয়েই সেমি ফাইনালে উঠেছে তারা। এর আগে একবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু সেবার ইংল্যান্ডের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।

পাকিস্তান যেভাবে আসরে খেলছে তাতে পাকিস্তানের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। সেই দলে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারাও। তার মতে, সেমি ফাইনালের আজকের লড়াইয়ে জিতবে পাকিস্তানই। 

টুইটারে ভবিষ্যতবাণী করে লারা লিখেছেন, “আমার ভবিষ্যতবাণী পাকিস্তান (জিতবে)। অস্ট্রেলিয়া খুবই ভয়ঙ্কর দল। তাদের শক্তিশালী লাইন আপ আছে, যারা যেকোনো দরকে হারাতে পারে। কিন্তু পাকিস্তানের কয়েকজন ভালো বোলার ও ব্যাটার আছে যারা দলকে ফাইনালে নেওয়ার সামর্থ্য রাখে।”

Link copied!