• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৪০ পিএম
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৪ অক্টোবর

স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ ২০২১-২২ মৌসুমের সূচি প্রকাশ করেছে। এল ক্লাসিকোর অন্যতম আকর্ষণ রিয়াল-বার্সার দ্বৈরথ, যা পরিচিত এল ক্লাসিকো নামে। আসন্ন মৌসুমে লীগে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব মুখোমুখি হবে দশম রাউন্ডের ম্যাচে, আগামী ২৪ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্পে। অন্যদিকে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকো রিয়ালের মাঠে অনুষ্ঠিত হবে ২৯তম রাউন্ডে ২০২২ সালের ২০ মার্চ।

রিয়াল মাদ্রিদ ও বার্সাকে কাঁদিয়ে ২০২০-২১ মৌসুমের শিরোপা জিতেছিলো অ্যাথলেটিকো মাদ্রিদ। ২০২০-২১ মৌসুমে লিগে রিয়াল ও বার্সার অবস্থান ছিল দ্বিতীয় ও তৃতীয়। এবার লা লিগা মাঠে গড়াবে আগামী ১৫ আগস্ট।

মৌসুমের প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ আলাভেস, বার্সা নিজেদের মাঠে খেলবে রিয়াল সোসিয়াদের বিপক্ষে। আর বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিকও মাদ্রিদ শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে সেল্টা ভিগোর বিপক্ষে।

ক্লাসিকোর ইতিহাসে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে সর্বমোট ২৭৮ বার, যার মধ্যে বার্সার জয় ১১৫ ও রিয়ালের জয় ১০১ এবং বাকি ৬২ ম্যাচ ড্র হয়েছে। ইতিহাসের প্রথম ক্লাসিকো অনুষ্ঠিত হয়েছিল ১৯০২ সালে, যেখানে বার্সা ৩-১ ম্যাচটি জিতেছিল। এরপর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে রিয়ালের জয় ৯৭, বার্সার ৯৬ ও ৫২ ম্যাচ ড্র হয়েছে।

Link copied!