মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে টাইগাররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৫:৪৯ পিএম
মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে টাইগাররা

হারারে টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৯৪ রান। আগের দিন ৯৫ রানে আউট হয়ে গিয়েছিলেন লিটন দাস। সে ভুল করেননি মাহমুদউল্লাহ। দ্বিতীয় দিন নেমে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ঠিকই তুলে নিয়েছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৯৩ রান। মাহমুদউল্লাহ অপরাজিত ১০৫* রানে। অন্যপ্রান্তে তাসকিন অপরাজিত আছেন ৪৯* রানে। 

গতকাল ব্যক্তিগত ৫৪* রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মাহমুদউল্লাহ। তার সঙ্গী তাসকিন অপরাজিত ছিলেন ব্যক্তি ১৩* রানে। আজ নিজের হাফ সেঞ্চুরিকে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে পরিণত করেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরি করার পথে ১১ চার ও একটি ছক্কা মারেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

এর আগে প্রথম দিন সাকিব-মুশফিকদের ব্যর্থতার পর দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। মুমিনুল ৭০ রান করেন। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে যান লিটন দাস। এছাড়া সাদমান হোসেন ২৩ রান করেন। 

Link copied!