• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

বিশ্বকাপের দল ঘোষণার পরেই মিসবাহ-ওয়াকারের পদত্যাগ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:৩৪ পিএম
বিশ্বকাপের দল ঘোষণার পরেই মিসবাহ-ওয়াকারের পদত্যাগ 

বিশ্বকাপের আগে আবারও আলোচনায় পাকিস্তান ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণার কিছুক্ষণ পরেই দল থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের দুই কোচ। পিসিবির প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে করোনার মধ্যে জৈব সুরক্ষার বলয়কে দায়ী করেছেন তারা। 

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে মিসবাহ ও ইউনুস পিসিবিকে তাদের এ সিদ্ধান্ত জানান। পিসিবি তাদের নিয়োগ দিয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। মেয়াদের এক বছর বাকি থাকলেও এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। 

এক বিবৃতিতে মিসবাহ বলেন, "ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে জ্যামাইকায় কোয়ারেন্টাইনে থেকে আমি গত ২৪ মাস ও আন্তর্জাতিক ক্রিকেটের সময়সূচী নিয়ে আরও চিন্তা করার সুযোগ পেয়েছি। আমি আরও ভেবেছি যে জৈব সুরক্ষ বলয়ের কারণে আমাকে আমার পরিবার থেকে দূরে থাকতে হবে। তাই আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।" 

হঠাৎ এমন সিদ্ধান্তের ব্যাপারে মিসবাহ বলেন, "আমি বুঝতে পারছি দায়িত্ব ছাড়ার এটা উপযুক্ত সময় না। কিন্তু আমি মনে করি না যে আগামীর চ্যালেঞ্জগুলির জন্য আমি সঠিক পথে আছি। তবে এখন একটা ভালো পদক্ষেপ নেওয়ার সময় আছে আর নতুন কাউকে দায়িত্ব দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে।" 

টিম ম্যানেজম্যান্ট ও দলকে ধন্যবাদ জানিয়ে মিসবাহ বলেন, গত ২৪ মাস খুবই উপভোগ্য ছিল। আমি আমার দল ও ম্যানেজমেন্টকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আসন্ন ইভেন্টে পাকিস্তান ক্রিকেট দলের জন্য আমার শুভকামনা কামনা। আর যখনই তারা মাঠে নামবে তখনই তাদের প্রতি আমার সমর্থন অব্যাহত থাকবে।"

পদত্যাগের বিষয়ে ইউনুস খান জানান, "মিসবাহ আমার সঙ্গে তার সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার পর, আমার পক্ষে পদত্যাগ করা সহজ ছিল কারণ আমরা একসঙ্গে দায়িত্ব পালন করেছি। একসঙ্গে জুটি হিসেবে কাজ করেছি এবং এখন একসঙ্গে পদত্যাগ করছি।"

পাকিস্তানি বোলারদের সম্পর্কে ইউনুস খান বলেন, "পাকিস্তান বোলারদের সঙ্গে কাজ করা, বিশেষ করে তরুণদের সঙ্গে কাজ করা আমার জন্য সবচেয়ে সন্তোষজনক ছিল। কারণ তারা এখন অনেক উন্নতি করেছে। গত ১৬ মাসে জৈব-সুরক্ষিত পরিবেশ তাদের উপর প্রভাব ফেলেছে। যা আমরা আমাদের খেলা চলাকালীন সময়ে কখনও অনুভব করিনি।" 

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। 

Link copied!