যে আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পা রেখেছিল ভারত, মাঠে তার উল্টোটা ঘটছে। দ্বিতীয় পর্বের খেলায় টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা বিরাট কোহলিরা। সেমিফাইনালে প্রবেশের দ্বার রুদ্ধ হওয়ার পথে। কিউইদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসে ঘাটতি ছিল, স্বীকার করে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার ভারতের। গ্রুপের দুই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে টানা হার ভারতের। গ্রুপের বাকি ৩ ম্যাচ জিতলেও অনিশ্চিত ভারতের সেমিফাইনাল। কারণ, কিউইরাও আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচগুলো জয়ের আপ্রাণ চেষ্টা চালাবে। ফলে সেমিফাইনালে থাকার দৌড়ে এগিয়ে থাকবে তারা। আফগানিস্তানও বেশ চমক দেখাচ্ছে। যথেষ্ট সম্ভাবনাও সৃষ্টি করছে। তাদের দ্বারা বড় কোনো দলের বিদায় হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কিউইদের বিপক্ষে পরাজয়ের পর কোহলি বলেন, “ম্যাচে আমাদের শরীরী ভাষা একেবারে আলাদা ছিল। এটাই নিউজিল্যান্ডের থেকে আলাদা করেছে আমাদের। অদ্ভুত লাগছে। ব্যাট বা বল- কিছুতেই আমরা সাহসী ছিলাম না। মাঠে নামার পর থেকেই এই বিষয়টা পরিলক্ষিত হচ্ছিল। শুরু থেকেই আমরা মানসিক চাপে ছিলাম। ব্যাটিংয়ের সময়ও কেমন যেন দ্বিধায় ছিলাম।”