টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতায় দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে টাইগাররা। তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। খেলোয়াড় থেকে শুরু করে দলের কোচ, নির্বাচকরা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হচ্ছেন। বিসিবি দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের পরপরই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে দলের টিম ডিরেক্টর পদে নিয়োগ দিয়েছে বিসিবি।
বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস খালেদ মাহমুদের নতুন দায়িত্ব সম্পর্কে নিশ্চিত করেছেন।
নতুন দায়িত্বে কোচ, অধিনায়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে থাকবেন এই সাবেক ক্রিকেটার। তিনি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত দিতে পারবেন। দল নির্বাচনসহ যাবতীয় বিষয়ে তদারকি করতে পারবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। এর আগে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছেন তিনি।