• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ শাওয়াল ১৪৪৬

দ্বিতীয় সেমিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল অজিরা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৭:৩৬ পিএম
দ্বিতীয় সেমিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল অজিরা 

জিতলেই স্বপ্নের ফাইনালে আর হারলেই ব্যাগ গুছিয়ে ফিরতে হবে বাড়ি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান অবস্থাটা এমনই। ইতিমধ্যে ইংলিশদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠেছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় সেমিফাইনালে  মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। 

গ্রুপ পর্বে সবগুলো ম্যাচেই জিতেছে পাকিস্তান। আর পাঁচ ম্যাচের মধ্যে একটিতে হেরেছে অস্ট্রেলিয়া। সেমি ফাইনালের এ লড়াই জমজমাট হবে বলেই আশা করছেন ক্রীড়া ভক্তরা। 

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড। 

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহীন আফ্রিদি ও হারিস রউফ। 

Link copied!