• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

টাইব্রেকারের আগেই ম্যাচ শেষ করতে চায় আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:১৫ পিএম
টাইব্রেকারের আগেই ম্যাচ শেষ করতে চায় আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৭ টায় মুখোমুখি হবে এই দুই দল। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা জানালেন আর্জেন্টাইন কোচ নিউনেল স্কালোনি। তিনি বলেন, “সবগুলো ম্যাচে আমাদের যে উদ্দেশ্য ছিল, তা আমরা পূরণ করেছি। এখন আমরা ফাইনালে খেলতে চাই। প্রতিপক্ষকে আমরা অনেক সম্মান করি এবং বুঝতে পারছি লড়াইটা বেশ কঠিন হতে যাচ্ছে।”

নিউনেল স্কালোনি আরও বলেন, “আমরা আশা করছি আগামীকাল যেন আমাদের পেনাল্টি (টাইব্রেকার) পর্যন্ত না যেতে হয়। তারপরও যদি সেটা হয়, আমাদের জন্য সবকিছু ভালো হবে বলেই আমরা আশা করছি।”

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আর কলম্বিয়া টাইব্রেকারে জিতেছে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা। দুই দলের সবশেষ দেখায় বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 

Link copied!