ছয় ম্যাচ হাতে রেখেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল। শুক্রবার (১২ নভেম্বর) সকালে ঘরের মাঠে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে কাতারের টিকিট কাটল তিতের শিষ্যরা।
শুরু থেকে চাপ সৃষ্টি করে খেললেও গোল বের করতে পারছিল না নেইমাররা। যদিও মাঝে মধ্যে পাল্টা আক্রমণে গিয়ে ব্রাজিলের রক্ষণে ভয় ধরিয়ে দিয়েছিল কলম্বিয়াও। আক্রমণ পাল্টা আক্রমণের খেলা চললেও প্রথমার্ধ গোল শূন্যই থাকে।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৭২ মিনিটে। মাঝমাঠ থেকে নেইমারকে পাস দেন মার্কিনিয়োস। সেই বল প্রতিপক্ষের ডি-বক্সে থাকা পাকেতার উদ্দেশ্যে পাস করেন নেইমার। তার ডান পায়ের শট কলম্বিয়ার গোলপোস্ট খুঁজে নিতে মোটেও ব্যর্থ হয়নি।
বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল। তাদের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় দুইয়ে আছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।