টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ড। এ নিয়ে সমালোচনাও হয়েছিল প্রচুর। ইংল্যান্ডের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টস হ্যারিসন ও তার সহকারী মার্টিন ডারলো। মঙ্গলবার (৯ নভেম্বর) তারা বৈঠক করেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে। বৈঠকে সিদ্ধান্ত হয়, পাকিস্তান সফরে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর আগে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের।
বৈঠক শেষে রমিজ বলেন, “ইংল্যান্ড বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। গোটা ব্যাপারটা খুব একটা সহজ ছিল না। ওরা চাপে ছিল। সফর বাতিল হওয়ায় আমরাও ওই সময়ে নিজেদের ঠিক রাখতে পারিনি। তারপর আমরা যেভাবে এগিয়েছে, সেটা সবাই দেখেছে। তার ফল এখন পাওয়া যাচ্ছে। সব দেশের ক্রিকেট বোর্ডেরই উচিত, পরস্পরকে বোঝা। মনে হয়, ইসিবি বুঝতে পেরেছে, তখন সফর বাতিল করার সিদ্ধান্ত ঠিক ছিল না।”
পিসিবির চেয়ারম্যান আরও বলেন, “ইংল্যান্ড বোর্ড তাদের ভুল বুঝতে পেরে বাড়তি দুটো ম্যাচ খেলতে চেয়েছে। এর জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ। এটা পাকিস্তানের সমর্থকদের জন্য খুব ভালো খবর। তরা মাঠে এসে বড় দলগুলোর খেলা দেখতে পাবেন। আশা করব, নিউজিল্যান্ডও এর আমাদের দেশে খেলতে আসবে।”
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে রমিজ রাজা বলেন, “ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করব, আমাদের ছেলেরা ভালো ক্রিকেট উপহার দেবে। আমি চাই, আমাদের দেশে, ক্রিকেট বোর্ড, দল, সমর্থকদের সবাই শ্রদ্ধা করুক। আমরা যদি সৎ থাকি, কাউকে ভয় পাওয়ার দরকার নেই আমাদের।”