টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ সদস্যর দলটির নেতৃত্বে থাকছেন ইয়ন মর্গান। এছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে ৩ জনকে।
বৃহস্পতির (৯ সেপ্টেম্বর) দল ঘোষণা করে ইংলিশরা। একই দিন বাংলাদেশ ও ভারতও বিশ্বকাপ দল ঘোষণা করে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে থাকার কারণে স্কোয়াডে নেই অল রাউন্ডার বেন স্টোকস। তার জায়গায় সুযোগ পেয়েছেন ক্রিস ওকস। দলে আছেন আরেক অল রাউন্ডার লিয়াম লিভিংস্টোন। এদিকে দলে চমক হিসেবে আছেন চার বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা টাইমাল মিলস।
বিশ্বকাপে ইংল্যান্ড দল :
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
স্ট্যান্ড বাই :
টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স।