কুইন্টন ডি কককে ঘিরে নতুন এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে নিজেকে সরিয়ে নেন এই প্রোটিয়া উইকেটকিপার। প্রথমে জানা গিয়েছিল ব্যক্তিগত কারণে খেলবেন না তিনি। পরে জানা যায়, আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশে অস্বীকৃতি জানিয়েই এ ম্যাচে খেলেননি ডি কক।
বিশ্বজুড়ে বিভিন্ন খেলার ইভেন্টে বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য ‘ব্ল্যাক লাইভ ম্যাটার্স’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাচ্ছে এ দৃশ্য। ডি কক নিজেকে সরিয়ে নিলেও দক্ষিণ আফ্রিকা দল বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে হাঁটু গেড়ে বসেছিল।
এদিকে ডি ককের এ অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। তিনি ডি ককের উদ্দেশে বলেছেন, আপনি হাঁটু গেড়ে না বসুন, আমাদের জন্য অন্তত দুঃখ প্রকাশ করুন।
পোলার্ড বলেন, “আপনার জানেন এটা কতটা কঠিন আমাদের জন্য। এটা এমন একটা বিষয়, যা আমরা দল হিসেবে, মানুষ হিসেবে ভালোভাবে অনুভব করি। এবং আমরা এটা (বর্ণবাদবিরোধী আন্দোলন) চালিয়ে যাব। এটা নিয়ে প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকতে পারে। কিন্তু আমি সব সময় বলি, আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি বুঝবেন।”
ক্যারিবীয় অধিনায়ক আরও বলেন, “কিন্তু আমি মনে করি, শিক্ষার অভাবটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাই না কেউ একাকী করুক বা দুঃখিত বোধ করুক। যাহোক, আমি ডি ককের বিষয়ে আরও বিস্তারিত বলতে পারব, যখন পুরো বিষয়টা জানব।”