• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬
আইপিএল ২০২১

কলকাতার স্বপ্নভঙ্গ, চেন্নাইয়ের চতুর্থ শিরোপা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:২৩ এএম
কলকাতার স্বপ্নভঙ্গ, চেন্নাইয়ের চতুর্থ শিরোপা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ শিরোপা জিতে নিল চেন্নাই সুপার কিংস।

আইপিএল-এর ফাইনালে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে  ১৬৫ রান করে কলকাতা। ফলে ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিবের কলকাতা।

চেন্নাইয়ের হয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি ৮৬(৫৯), ঋতুরাজ গাইকওয়াড় ৩২(২৭), রবিন উত্থাপা ৩১(১৫) এবং ২০ বলে ৩৭ রান করেন মঈন আলী। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন নিয়েছেন দুই উইকেট আর একটি উইকেট শিকার করেছেন শিভম মাভী।

জবাবে ১৯৩ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু হয় কলকাতার। দলের দুই ওপেনারই তুলে নেন ফিফটি। শুভমান গিল ৬টি চারের মাধ্যমে করেন ৪৩ বলে ৫১। ভেনক্টেস আইয়ার আরও বেশি বিধ্বংসী ছিলেন। পাঁচটি চার ও তিনটি ছয়ের মাধ্যমে ৩২ বলে ৫০ রান করেন তিনি।

৯১ রানে ওপেনিং জুটি ভাঙার পর আর মাথা তুলে দাড়াতে পারেনি কলকাতা। নিতিশ রানা কোনো রান না করেই ফিরে যান সাজঘরে। সুনীল নারাইনের ব্যাট থেকে আসে মাত্র দুই রান। অধিনায়ক ইয়ন মরগান ব্যাট হাতে আজও ব্যর্থ, মাত্র ৪ রান করেন তিনি, তাও ৮ বল খেলে। 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে গত ম্যাচের মতো আজও ব্যর্থ।  প্রথম বলেই জাদেজার বলে এলবিডব্লু হয়ে ফিরেন যান।

শেষদিকে এসে শিভম মাভি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন,  কিন্তু তা যথেষ্ট ছিল না। শিভমের ব্যাট থেকে আসে ২০ রান।

চেন্নাইয়ের শার্দুল ঠাকুর নিয়েছেন তিন উইকেট। এছাড়া জশ হ্যাজলউড ও রবিন্দ্র জাদেজা নিয়েছেন দুইটি করে উইকেট।

Link copied!