• ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭
ফেসবুকে আবু ত্বহা আদনানের স্ত্রী

‘তিনি আমার বিছানায় বসে এয়ার হোস্টেস নারীর সঙ্গে প্রেম করেন’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ১১:৪৮ এএম
‘তিনি আমার বিছানায় বসে এয়ার হোস্টেস নারীর সঙ্গে প্রেম করেন’

ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে ফের একবার সামাজিক আলোচনায় এসেছে। তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ ফেসবুকে একটি পোস্টে স্বামীকে নিয়ে কঠোর অভিযোগ তুলেছেন। এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

সাবিকুন নাহার সারাহ তার পোস্টে উল্লেখ করেছেন যে, তার স্বামী একজন এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি লিখেছেন, “তিনি আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সঙ্গে।”

তিনি আরও অভিযোগ করেছেন, রাত বেলা তিনটায় বাসায় ফেরেন এবং স্বীকার করেন যে তিনি প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন। “তিনি যা করেন, গোপন রাখেন না—কারণ নিজেকে অত্যন্ত বড় মনে করেন,” লিখেছেন সারাহ।

সাবিকুন নাহার আরও দাবি করেছেন: ঐ এয়ার হোস্টেসের নাম জারিন জেবিন, যাকে ১৫ বছর আগের কলেজজীবনে আদনান ‘প্রিয়তমা’ হিসেবে বিবেচিত করতেন।

তিনি বলেন, আদনান ওই মহিলা সঙ্গে দীর্ঘদিন ধরে চ্যাট ও কথোপকথন চালিয়ে চলেছেন। আদনান পরিচালিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারী-পুরুষ মিলে ক্লাস নেওয়া হয়, যেখানে “নারীদের সঙ্গে একান্ত বসে আলোচনা করার” সুযোগ দেওয়া হয়—এটিও একটি অভিযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

এই মামলা নতুন নয়—গত ২ অক্টোবরও সারাহ একই ধরনের অভিযোগ করেছিলেন। তখন আদনান একটি পোস্টে ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন এবং ক্ষমাও চেয়েছিলেন। সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এখন, সারাহ আজ আবার অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন, যা সামাজিক মিডিয়ায় নতুন তরঙ্গ সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ বিভাগের আরো খবর

Link copied!